ফোল্ডার লক করার জন্য অনেক সফটওয়ার আছে। তবে আজ আমি আপনাদের মাত্র 279 কে.বি. সাইজের একটি সফটওয়ার দিব যা আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে।এটি একটি ফ্রিওয়ার সফটওয়ার তাই সিরিয়াল, ক্রাক, পেচ এর ঝামেলা নাই ।

After install the program:
System এ যান তারপর Set Password এ গিয়ে ২ বার আপনার নির্ধারিত পাসওয়ার্ড দিবেন।
এখন Edit গিয়ে যে File বা Folder লক করতে চান Path লাইনে সেটি দেখিয়ে  দিয়ে OK করে বেরিয়ে আসুন ।
এখন লক করা ফাইল কিভাবে দেখবেন ? পাসওয়ার্ড দিয়ে Easy File Locker  এ পবেশ করুন।নিচের চিত্রের মত করে ফোল্ডার লক বা আনলক করবেন।

কাজ শেষ। িআশা করি ফোল্ডার লক সমস্যার সমাধান হবে।

Download Link: Easy File Locker    (পাসওয়ার্ড :  Shaid )


এরপরও যদি কেউ অন্য কোন ফোল্ডার লকার ব্যবহার করতে চান তাহলে Folder Loker 7.1.8 ডাউনলোড করুন। (পাসওয়ার্ড :  Shaid )