প্রাথমিক অবস্থায় সহজে ক্লান্ত হয়ে পড়া, দম নিতে সমস্যা হওয়া, হার্ট খুব দ্রুত চলছে তা অনুভূত হওয়া, যা আপনি অনুভব করতে পারছেন (প্যালপিটিশন), হার্ট-ফেইলুর এমনি এক অসুস্থতা যা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এটিই স্বাভাবিক নিয়ম, তবে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে আপনি হার্ট-ফেইলুরের অগ্রগতিকে প্রতিরোধ অথবা মন্থর করতে পারেন। তবে হার্ট-ফেইলুরের তীব্রতা অত্যধিক বৃদ্ধি পেলে বেশকিছু জটিল উপসর্গ অনুভূত হয়। আপনি চিৎ হয়ে শুতে গেলে শ্বাস-প্রশ্বাসের কষ্ট অনুভব করলে এবং ওঠে বসে গেলে তা থেকে পরিত্রাণ পাবেন। সামান্য কাজকর্ম করতে গেলে অথবা অল্প পরিশ্রমে আপনি হাঁপিয়ে যেতে পারেন। হাঁটার সময় আপনার বুকে ব্যথা অনুভূত হবে পারে এবং অবস্থা আরও গুরুতর হলে, বিশ্রামের সময়ও বুকে ব্যথা দেখা দিতে পারে। হাত, পা ও মুখ ফুলে যেতে পারে। পেট সব সময় ভরাভরা ভাব থাকা এবং হজমে সমস্যা দেখা দিতে পারে।
.::DEHO::.
0 comments:
Post a Comment