দেশের হাজার হাজার তরুণ যৌন চিকিৎসার নামে নানা ধরনের ভুল চিকিৎসা, অপচিকিৎসয় প্রতারিত হচ্ছে, নিজেদের জীবন সংশয়ের মধ্যে ঠেলে দিচ্ছে। অথচ এসব সমস্যা সম্পূর্ণ মানসিকও অজ্ঞতাবশতঃ কোন ধরনের চিকিৎসা-ওষুধ ছাড়াই সামান্য কাউন্সিলিং করলে এ ধরনের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। এ ধরনের সমস্যা থেকে দেশের লাখ লাখ তরুণকে রক্ষার জন্য এবং তরুণ-তরুণীদের বিজ্ঞানসম্মত যৌন শিক্ষার জন্য সংবাদপত্র, ইলেক্ট্রনিক মিডিয়ার সচেতনতা মূলক লেখনী ও অনুষ্ঠান প্রয়োজন। বিভিন্নভাবে হারবাল-আয়ুর্বেদ ও ভুল হোমিও চিকিৎসায় তরুণদের বিভ্রান্ত করা হচ্ছে তাই নয়, বহু এ্যালোপ্যাথিক ডাক্তার ও তরুণদের যৌনস্বাস্থ্য নিয়ে অজ্ঞতা ও দুর্বলতার সুযোগে রোগী বানিয়ে দিচ্ছে। অপ্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা করতে বাধ্য করছে। তবে মনে রাখতে হবে তরুণ-যুবক পুরুষদের শতকরা ৯৫ থেকে ৯৮ ভাগ রোগই মানসিক। মোটেও চিকিৎসার দরকার নেই। ২/১টি ক্ষেত্রে প্রকৃত শারিরীক সমস্যা থাকলেও উপযুক্ত চিকিৎসায় স্বাভাবিক জীবন যাপন করা যায়। এ ক্ষেত্রে যে-কোন সংশিস্নষ্ট বিশেষজ্ঞর পরামর্শ নিতে পারেন।
Mar 1, 2013
সর্বাধিক পঠিত
বিভাগসমূহ
সংরক্ষণাগার
আমাদের কথা
Welcome to Bunagati 24.Com ।
Bunagati 24.com এর উদ্দেশ্য হল তথ্য ও প্রযুক্তি-কে সকলের নিকট সহজবোধ্য করা। পাশাপাশি অত্র এলাকাকে ইন্টারনেট জগতে আলোকিত করা।
এই সাইটটি আমাদের সকলের। তাই এটিকে আরও তথ্য সমৃদ্ধ দেখতে সকলের সহযোগিতা আবশ্যক।
অরাজনৈতিক ও রুচিসম্মত পোষ্ট সর্বদাই স্বাগত। এই সাইটটি এখন পরীক্ষামূলক ভাবে চলছে। সাইটটি পরিপূর্ণ করতে আপনাদেরমতামত ও পরামর্শ আবশ্যক।
bunagati@gmail.com
bunagati@yahoo.com
ধন্যবাদ