প্রথমেই কথা হলো কিভাবে জানবেন আপনার উইন্ডোজ 7 জেনুইন কি না ? এজন্য প্রথমে মাই কম্পিটারের উপর মাউসে রাইট ক্লিক করে প্রোপার্টিস এ যান। সেখানে চেক করুনন ঃ
যদি আপনার আপনার উইন্ডোজ 7 এক্টিভেটেড না হয় তাহলে Windows 7 Loader eXtreme Edition 3.5.0.3 ডাউনলোড করে ইনষ্টল করুন নির্দেশনা মত এবং রিষ্টার্ট দেওয়ার পর পর দেখুন।
আর যদি কোনভাবে আপনার পিসিতে (KB971033) , (KB915597) েএই দুটির কোন একটি বা দুটিই ইনষ্টল হয়ে যায় তাহলে আপনার ওয়ালপেপার কালো হয়ে যাবে তথন RemoveWAT 2.2.6 এই সফটওয়ারটি ডাউনলোড করে ইনষ্টল দিন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে।
বিঃদ্রঃ ইন্টারনেট ব্যবহার করলে অটোমেটিক আপডেট (উইন্ডোজ) বন্ধ করে রাখুন।
0 comments:
Post a Comment