কিভাবে একটা লেবু দিয়ে আগুণ ধরাবেন । "আগুণ" বললাম জাতে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি, আসলে আগুন নই আলো জালানো।  যাই হক এখন শুরু করা যাক।



যা যা লাগবে
১ । একটা লেবু  ( অবশ্যই কাঁচা লেবু । পাকা লেবু দিয়ে হবে না। )
২। LED light. (বাজারে কিনতে পাবেন ।)

কিভাবে করবেন
খুব সহজ , নিচে ফটো সহ বর্ননা দেওয়া হলোঃ



উপরের ছবির মত আপনিও নিশ্চয় পাকা লেবুর ভীতর LED লাইট ইনসের্ট করে বলছেন, ফালতু? কিন্তু না, আমি বলবো আপনি বিজ্ঞান জানেন না, জানলে এটা বলতেন না। আমিও যে জানি ঠিক তা না, তবে এই রকম ছোট খাটো বেশ কিছু ফালতু জিনিস জানি।


এখন তাহলে একটি কাঁচা লেবু দিয়ে ট্রাই করা যাক!
ব্যাস, হয়ে গেলো? আপনার মুখের হাসিই বলে দিচ্ছে যে হয়ে গেছে, মানে আমরা সফল।



একটি লেবুকে আধা করে ব্যবহার করলে, আপনি টানা ২ দিন একতি LED লাইট জালাতে পারবেন। আর পুরো একটি লাইট দিয়ে পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করা যায়, মুখের কথা নয় ল্যাব টেস্ট করা আছে।


ল্যাবের লাইট বন্ধ করার পরে।


এমন ছোট ছোট এক্সপেরিমেন্ট করতে করতে আপনি হইতো এক দিন অনেক বড় ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, যদি আপনার ভীতর আগ্রহ থাকে তবে আরকি।