অনেকই আছে তার নিজের প্রতিষ্ঠানে হিসাব নিকাশ করার কম্পিউটার ব্যবহার করে। এ কাজে তারা হয়তো এক্সেল ব্যবহার করে। আজ আমি তাদের জন্য বেশ ভাল একটা একাউন্টিং সফট এর খোজ দিচ্ছি, তাও ফ্রী তে। এক্সপ্রেস একাউন্টিং হল বেশ সহজ এবং সরল ইন্টারফেইস ভিত্তিক একটা স্মল একাউন্টিং সমাধান।


প্রথমে দেখে নিই এই সফট দিয়ে কি কি করা যাবে:

1. Inventory

2. Purchase

3. Sales

4. Bank

5. Account

6. Report

এই সফট এর ডাটাবেইসটা করা হয়েছে একসিস দিয়ে, তাই আপনার কম্পিউটারে মাইক্রোসফট একসিস ইন্সটল করা থাকতে হবে। তো ঝটপট ডাউনলোড করে নিন।