English: Lychee of Rajshahi, Bangladesh- a clo...
 (Photo credit: Wikipedia)
আসসালামু ওয়ালাইকুম

আমি বিজ্ঞানের ছাত্র, তাই বিজেনেসের কিছুই বুঝি না...।
মার্কেটিং সম্পর্কে কিছুটা ধারনা আছে। আর এই ধরনা থেকে যা বুঝি তার কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম, তবে অবশ্যই মজা করার মাধ্যমে...  তো শুরু হোক মজার মাধ্যমে শেখা...

১.আপনি একটা পার্টিতে খুব সুন্দরী মেয়েকে দেখলেন,আপনি তার কাছে গেলেন এবং বললেন আমি সুদর্শন এবং ধনী আমাকে বিয়ে করবেন? এটা হচ্ছে ডাইরেক্ট মার্কেটিং

২.আপনি একটা পার্টিতে আপনার কয়েকজন বন্ধুদের সাথে গেলেন এবং খুব সুন্দরী একটা মেয়েকে দেখলেন, আপনার বন্ধুদের একজন মেয়েটির কাছে গেল এবং আপনাকে দেখিয়ে বলল ঐ ছেলেটা সুদর্শন এবং ধনী ওকে বিয়ে করবেন এটা হচ্ছে এডভারটাইসিং

৩.আপনি একটা পার্টিতে খুব সুন্দরী মেয়েকে দেখলেন,আপনি তার কাছে গেলেন এবং টেলিফোন নাম্বার চাইলেন এবং পরের দিন আপনি মেয়েটাকে ফোন করে বল্লেন আমি সুদর্শন এবং ধনী আমাকে বিয়ে করবেন? এটা হচ্ছে টেলিমার্কেটিং

৪. আপনি একটা পার্টিতে খুব সুন্দরী মেয়েকে দেখলেন,আপনি তার জন্য ড্রিংক ঢেলে দিলেন এবং মেয়েটি কারে উটার সময় কারের দরজা খুলে দিলেন এবং বললেন আমি সুদর্শন এবং ধনী আমাকে বিয়ে করবেন? এটা হচ্ছে কাস্টমারের সাথে সর্ম্পক

৫.আপনি একটা পার্টিতে খুব সুন্দরী মেয়েকে দেখলেন,মেয়েটি আপনার কাছে আসল এবং বলল আপনি সুদর্শন এবং ধনী আমাকে বিয়ে করবেন? এটা হচ্ছে ব্র্যান্ড পরিচিতি

৬.আপনি একটা পার্টিতে খুব সুন্দরী মেয়েকে দেখলেন,আপনি তার কাছে গেলেন এবং বললেন আমি সুদর্শন এবং ধনী আমাকে বিয়ে করবেন? কিন্তু মেয়েটি আপনাকে তার স্বামীর সাথে পরিচয় করিয়ে দিল।এটা হচ্ছে চাহিদা এবং সরবরাহের মধ্যে বিস্তর ফারাক

৭.আপনি একটা পার্টিতে খুব সুন্দরী মেয়েকে দেখলেন, আপনি মেয়েটার কাছে যাওয়ার আগে অন্য একটা ছেলের সাথে মেয়েটা চলে গেল। এটা হচ্ছে মার্কেট শেয়ারের মধ্যে প্রতিযোগিতা

৭.আপনি একটা পার্টিতে খুব সুন্দরী মেয়েকে দেখলেন এবং আপনি তার কাছে যাওয়ার আগে আপনের বউ সেখানে হাজির। এটা হচ্ছে নতুন মার্কেটে প্রবেশিকার নিষেধ
Enhanced by Zemanta