চিকিৎসাশাস্ত্রের জন্য দুঃসংবাদ! এত দিন ধারণা করা হতো, দাতাদের দেওয়া রক্ত ছয় সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ব্লাডব্যাংকে মজুদ রক্ত সজীব ও পুরোপুরি কার্যকর থাকে মাত্র তিন সপ্তাহ।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকরা সম্প্রতি দেখেন, তিন সপ্তাহের বেশি সময় ধরে মজুদ রক্তের লোহিত কণিকা তার কার্যক্ষমতা হারাতে শুরু করে। এই কণিকার মূল কাজ প্রয়োজনীয় স্থানে অক্সিজেনসমৃদ্ধ কোষ পৌঁছে দেওয়া। গবেষকদের দাবি, লোহিত রক্ত কণিকা এই হারানো সক্ষমতা আর ফিরে পায় না।

জনস হপকিনসের এই গবেষণাকাজ পরিচালনাকারী দলের নেতা স্টিভেন ফ্রাঙ্ক বলেন, 'এই গবেষণা থেকে আমরা ধারণা করছি, ছয় সপ্তাহ পর্যন্ত রক্ত সতেজ থাকে না। ব্লাডব্যাংকগুলোয়ে অবশ্য একেই গ্রহণযোগ্য মান হিসেবে বিবেচনা করা হয়।' সম্প্রতি এই গবেষণার ব্যাপারে অ্যানেসথেসিয়া অ্যান্ড অ্যানালজেসিয়া সাময়িকীতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

এই গবেষণার জন্য মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হবে এমন ১৬ জন রোগীকে বেছে নেওয়া হয়। এই অস্ত্রোপচারে রোগীকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়। তাদের মধ্যে ছয়জনকে পাঁচ ব্যাগ বা তারও বেশি রক্ত দেওয়া হয়। অন্য ১০ জনকে দেওয়া হয় তিন ব্যাগ বা তারও কম। গবেষকরা প্রতিটি ব্যাগ থেকে রক্তের নমুনা বের করে রাখেন। তাঁরা দেখেন, তিন সপ্তাহের বেশি সময় জমিয়ে রাখা রক্তের লোহিত কণিকার টিসু্যুতে অক্সিজেন পৌঁছে দেওয়ার ক্ষমতা অনেকটাই কমে গেছে।

গবেষকরা অস্ত্রোপচারের তিন দিন পর রোগীর শরীর থেকে আবারও রক্তের নমুনা সংগ্রহ করেন। রক্ত ভালো থাকার সব নিয়ামক উপস্থিত থাকার পরও দেখা গেছে, লোহিত কণিকাগুলো তাদের পূর্ণ সক্ষমতা ফিরে পায়নি এবং এই বিষয়টিই স্থায়ী হয়ে গেছে। তাদের জীবনচক্রে এই ক্ষত আর সেরে ওঠার তেমন কোনো সম্ভাবনাও নেই। প্রসঙ্গত, লোহিত কণিকার জীবনচক্র ১২০ দিনের। 



সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া।