Apr 26, 2013
এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব উপলব্ধি করে এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ বাবু যতীন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে ১৯৪৫ সালের ১ জানুয়ারী বর্তমান আড়পাড়া আইডিয়াল স্কুল শুরু করেন (এম, ই) মধ্য ইংরেজী স্কুল হিসাবে। মোট ৩.৭৭ একর জমির উপর ১২ কক্ষ বিশিষ্ট এবং আরও অর্ধনির্মিত ২টি কক্ষ নিয়ে অবস্থিত আড়পাড়া আইডিয়াল স্কুল। বাবু যতীন্দ্রনাথ বিশ্বাস স্কুলটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের দায়িত্ব ভার গ্রহণ করেন। কলিকাতার বেলগাছির জমিদার কুমার জগদীশ চন্দ্র সিংহ স্কুলের জন্ম লগ্নে আড়পাড়া বাজারের উপর ২২ শতক জমি, ১০ বান্ডিল ঢেউটিন ও নগদ ১০০০ (এক হাজার) টাকা দান করেন। উক্ত জমিদারের নামানুসারে স্কুলটির নামকরণ করা হয় কুমার জে, সি ইন্সটিটিউশন। ১৯৫৯ সালে পূর্ব পাকিস্তান শিক্ষা বোর্ড, ঢাকা - ওজ ২১ (ঘ) ৭১১১ ড়ভ ৬/২/৫৯ ঘোষণা মোতাবেক স্কুলটি হাই স্কুল হিসাবে অনুমোদন লাভ করে এবং স্কুলটির নতুন নামকরণ করা হয় আড়পাড়া আইডিয়াল হাইস্কুল। স্কুলটি বর্তমান পর্যায় উন্নীত হওয়ার পিছনে আড়পাড়ার মুন্সী পরিবার, কুমার কাটীর মোঃ রকিব উদ্দিন মোল্যা, মোঃ জয়নাল মোল্যা এবং পার্শ্ববর্তী গ্রামের বহু গণ্যমান্য ব্যক্তির অবদান রয়েছে। স্কুলটি শালিখা উপজেলার একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।
Categories: শিক্ষা প্রতিষ্ঠানসমূহ
Posted on Friday, April 26, 2013 by Rabby Shaid
Subscribe to:
Post Comments (Atom)
সর্বাধিক পঠিত
বিভাগসমূহ
সংরক্ষণাগার
আমাদের কথা
Welcome to Bunagati 24.Com ।
Bunagati 24.com এর উদ্দেশ্য হল তথ্য ও প্রযুক্তি-কে সকলের নিকট সহজবোধ্য করা। পাশাপাশি অত্র এলাকাকে ইন্টারনেট জগতে আলোকিত করা।
এই সাইটটি আমাদের সকলের। তাই এটিকে আরও তথ্য সমৃদ্ধ দেখতে সকলের সহযোগিতা আবশ্যক।
অরাজনৈতিক ও রুচিসম্মত পোষ্ট সর্বদাই স্বাগত। এই সাইটটি এখন পরীক্ষামূলক ভাবে চলছে। সাইটটি পরিপূর্ণ করতে আপনাদেরমতামত ও পরামর্শ আবশ্যক।
bunagati@gmail.com
bunagati@yahoo.com
ধন্যবাদ
0 comments:
Post a Comment